মহেশখালীতে বিষপানে যুবকের মৃত্যু

‘মায়ের সাথে অভিমান’

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ

মহেশখালীতে বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. আশেক উল্লাহ (২০) উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের রাস্তার মাথা বাজারের মাছ ব্যবসায়ী আমতলী এলাকার মো. জালালের ছেলে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা জালাল বলেন, আশেক টমটম চালাতো। মায়ের সাথে অভিমান করে সকলের অজ্ঞাতসারে বিষপান করে। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার ওসি কায়সার হামিদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কী কারণে বিষপান করেছে তা এখনো জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধপলিথিনের বিকল্প ব্যাগ তৈরি করতে পারে আমিন জুট মিলস
পরবর্তী নিবন্ধস্থানীয় সরকার নির্বাচন আগে করার কী কারণ, প্রশ্ন রিজভীর