মহেশখালীতে বিশাল মদের কারখানা ধ্বংস করেছে নৌবাহিনী

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ at ২:৩৯ অপরাহ্ণ

মহেশখালীতে অবৈধ দেশিয় মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে একটি মদ তৈরির কারখানা ধ্বংস করেছে বাংলাদেশ নৌবাহিনী।

রবিবার (৮ সেপ্টেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুহুরিঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশে অবস্থিত মদ তৈরির কারখানায় এ অভিযান পরিচালিত হয়।

নৌবাহিনীর মহেশখালী কন্টিনজেন্ট এ অভিযানে অংশ নেয়। অভিযানের সময় প্রায় ২০০ লিটার প্রস্তুতকৃত মদ, দুই হাড়ি প্রক্রিয়াধীন মদ, ছয় ড্রাম কাঁচামাল ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মদ ও সরঞ্জাম ধ্বংস করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী মহেশখালীসহ বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিতভাবে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ মদ তৈরির কারখানা উচ্ছেদে নৌবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ট্যাংক বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে এশিয়ান পেইন্টস কারখানায় আগুন