মহেশখালীর মাতারবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার হোসেন (১৯) নামে এক মেকানিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ইফতারের আগে মাতারবাড়ির পুরাতন বাজার খেলার মাঠ সংলগ্ন পূর্ব পাশে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার মাতারবাড়ী ইউনিয়নের পশ্চিম তিতামাঝির পাড়া গ্রামের মো. কাছিমের ছেলে। স্থানীয়রা জানান, মাতারবাড়ী ইউনিয়নের পুরাতন বাজার খেলার মাঠ সংলগ্ন পূর্ব পাশের জমিতে বিদ্যুৎ চালিত মোটর পাম্পের কাজ করতে গিয়ে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় দেলোয়ার হোসেন। সেখান থেকে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।











