মহেশখালীতে পানি সেচের জন্য মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১টায় উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের বলির পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তারেকুর রহমান (২২) ওই গ্রামের বাহাদুর আলমের পুত্র। এলাকাবাসীরা জানান, তারেকুর রহমান তার নিজ বাড়িতে একটি পানি সেচের বৈদ্যুতিক মোটর স্থাপন করে তার বাড়ির পাশের নিজের ও অন্যের জমিতেও পানি সরবরাহ করতো। গতকাল ওই মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হয়। বাড়ির লোকজন তাকে মাতারবাড়ি মডার্ন হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।