মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে নলকূপ মিস্ত্রি নিহত

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৬:৫৭ পূর্বাহ্ণ

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে গভীর নলকূপ বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (২৬) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে কাজ করার সময় পাইলিংয়ের পাইপের পাশের বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এ ঘটনা ঘটে। এ সময় কর্মরত তিন শ্রমিক গুরুতর আহত হয়। এরমধ্যে আহত রশিদকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রশিদ মিস্ত্রি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বড় চৌধুরীপাড়া গ্রামের আব্দুল করিমের পুত্র বলে জানা গেছে। সে গত তিনদিন আগে মহেশখালীতে কাজ করতে গিয়ে জনৈক জন্টু মিস্ত্রির সঙ্গে নলকূপ বসানোর কাজে যোগ দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক বলেন, ইউনিসেফ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি গভীর নলকূপ বসানোর কাজ চলছিল। ঠিকাদার ও মিস্ত্রিরা রাতে কাজ করার জন্য সেখানে একটি বাল্ব সংযোজন করে। সকালে কাজ করাকালীন একটি পাইপ হাত থেকে ফসকে গিয়ে ওই বিদ্যুতের তারে পড়লে তাতে বিদ্যুতায়িত হয়ে তিনজন আহত হয়েছিল। তারমধ্যে মিস্ত্রি আব্দুর রশিদ মারা যান। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তার লাশটি অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ চৌধুরীপাড়া উন্নয়ন পরিষদের ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধকৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পুসাস