মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম মিজানুর রহমান (১৭)। সে উপজেলার হোয়ানক ইউনিয়নের পূঁইছড়া গ্রামের মো. আব্বাসের পুত্র।এলাকাবাসীরা জানান, গত ৮ অক্টোবর রাত ৮টায় মিজানুর রহমানকে তার বাড়ির পাশের একটি সুপারি বাগানে বিদ্যুৎস্পৃষ্টে আহত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সে রাতের অন্ধকারে গাছে সুপারি পাড়তে উঠে পল্লী বিদ্যুতের হাই-ভোল্টেজ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে মহেশখালী, কক্সবাজার হাসপাতাল হয়ে সর্বশেষ ঢাকা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিল। গতকাল ১১ অক্টোবর বিকাল দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।