মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. তারেক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের বুজুরুক পাড়ায় এ ঘটনা ঘটে। তারেক ওই এলাকার মো. জালাল আহমদের পুত্র।
স্থানীয়রা জানান, রাতে তারেককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ি সংলগ্ন বিলে বৈদ্যুতিক মোটরের পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তাকে। তাৎক্ষণিক উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক মোটর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।