মহেশখালীতে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

মহেশখালীর সোনাদিয়া দ্বীপে বজ্রপাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত যুবকের নাম মো. শাকিব (২২)। তিনি সোনাদিয়ার পূর্ব পাড়া গ্রামের কবির আহমদের পুত্র এবং কক্সবাজারের একটি কলেজে অনার্সে অধ্যয়নরত । গতকাল রোববার দুপুরে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, আকাশে বজ্রপাত শুরু হলে নিহত শাকিব সোনাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে আশ্রয় নেয়। মৃত্যুর মাত্র কয়েক মিনিট আগে তিনি সেখান থেকে পার্শ্ববর্তী চরের দিকে যাওয়ার সময় বজ্রপাতে আঘাত প্রাপ্ত হয়। আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে নৌকাযোগে কক্সবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধইতিহাস-ঐতিহ্য তুলে ধরবে ইতিহাসের খসড়া সুহৃদ সম্মিলনী
পরবর্তী নিবন্ধআগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে হবে