শেখ হাসিনার পদত্যাগের পর সারাদেশে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বাদ যায়নি মহেশখালীও। সোমবার (৫ আগস্ট) রাতে উপজেলা কালারমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হোসাইন ইব্রাহিমের বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
এসময় ২০ টির অধিক বাড়ি পুড়িয়ে দেওয়া হয় বলে জানায় স্থানীয়রা। ওই পোড়া বাড়ি গুলোর স্তুপে স্ক্র্যাপ কুড়াতে গিয়ে বুধবার (৭ আগস্ট) দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় আবু ইসা (১২) নামের এক শিশু।
তাকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু ইসা কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া এলাকার আজিজুল হকের পুত্র।
শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।