কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ টি দেশীয় তৈরি বন্দুকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। ১৫ জুলাই ভোর রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আঁধারঘোনা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ আরিফ (২৭)। তিনি উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া গ্রামের মনছুর আলমের পুত্র।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মনজুরুল হক জানান, ১৫ জুলাই মঙ্গলবার ভোর রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার উত্তর আঁধারঘোনা বাজার এলাকার রিদুয়ান কুলিং কর্নারের সামনে রাস্তার উপর একটি সিএনজিতে ০২ (দুই) টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি) সহ মোঃ আরিফকে একটি সবুজ রং এর সিএনজিসহ গ্রেফতার করা হয়। যার রেজিঃ নং– কক্সবাজার–থ–১১–২৬৬৪। এই ব্যাপারে অস্ত্র আইনে মামলা হচ্ছে। অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত থাকবে। মহেশখালীকে অস্ত্র ও সন্ত্রাসমুক্ত করতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছে তিনি।