মহেশখালীতে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ১২ মে, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

মহেশখালীতে পুকুরে ডুবে আজফার জিয়া ইরান (১১) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল ১১ মে গতকাল রোববার বিকাল ৫টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়ায় ঘটনা ঘটে। শিশুটি গ্রামের মরহুম জিয়া উদ্দিনের মেজো সন্তান এবং মেহেরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। নিহত ছাত্রের চাচা কবির আহমদ জানান, আজফার জিয়া ইরান বিকেলে তার কয়েকজন সহপাঠীর সাথে বাড়ির আধা কিলোমিটার দূরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় তার সহপাঠীরা তাকে দেখতে না পেয়ে চেঁচামেচি শুরু করলে পার্শ্ববর্তী বাড়ির জনৈক মহিলা শিশুটিকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৃতির বুক কেটে লোভের বাণিজ্য
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু