মহেশখালীতে গহীন পাহাড়ে মদের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মদের কারখানার মালিক নুরুল আজিম প্রকাশ নুরুল আলম (৪৮)কে আটক করা হয়। সে সিপাহির পাড়া গ্রামের আবুল বাশার প্রকাশ বসরত আলীর ছেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেন, পুলিশের একটি বিশেষ টিম মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা তুলাতইল্লা ঘোনায় নুরুল আজিমের মালিকানাধীন মদের কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানা থেকে দেশীয় তৈরি ১৬০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ একজনকে আটক করে পুলিশ। সে গহীন পাহাড়ে মদ তৈরি করে মহেশখালীসহ কক্সবাজারের বিভিন্ন জায়গায় পাইকারি দরে সরবরাহ করে আসছিল।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানা পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর বলেন, মদের কারখানার মালিক নুরুল আজিমের বিরুদ্ধে আগেও একটি মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হবে।