মহেশখালীতে স্থাপিত সিঙ্গেল পয়েন্ট মোরিং (এসপিএম) প্রকল্প থেকে বেরিয়ে আসা দূষিত বর্জ্য পাহাড়ি ছড়ার পানির সাথে মিশে সরাসরি চাষাবাদের জমিতে গিয়ে পড়ে নষ্ট হচ্ছে ধান চাষ। মারা যাচ্ছে প্রজেক্টের মাছ। ইতিমধ্যে ৫০ একরের চিংড়ি প্রজেক্টের মাছ মারা গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত ফসলি জমি ও চিংড়ি প্রজেক্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখার একটি প্রতিনিধি দল।
গত বৃহস্পতিবার বিকাল দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। টিমের সাথে মহেশখালী উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।












