মহেশখালীতে নিখোঁজের একদিন পর ভাসমান মরদেহ উদ্ধার

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

মহেশখালী উপজেলার মাতারবাড়িতে নিখোঁজের একদিন পর চিংড়ি প্রজেক্ট থেকে ভাসমান অবস্থায় মো. রুবেল (৩৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত ১০টার দিকে মাতারবাড়ি ইউনিয়নের পূর্ব মগডেইল মসজিদের পাশে টেইট্টা ঘোনা নামক চিংড়ি প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। নিহত রুবেল ওই এলাকার মৃত লাল মিয়ার পুত্র।

স্থানীয়রা জানান, রাতে মাছ ধরতে যাওয়া লোকজন ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পায়। পরে তারা স্থানীয় কয়েকজনকে ডেকে এনে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, মানসিক ভারসাম্যহীনতা ও মৃগী রোগী হওয়ায় অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

নিহতের পরিবার জানায়, ছোট বেলা থেকে রুবেল মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগী ছিলেন। গত মঙ্গলবার বেলা ১১টায় তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

মাতারবাড়ি পুলিশ ক্যাম্পের আইসি (এসআই) সুমিত বড়ুয়া স্থানীয়দের বরাতে বলেন, জানা গেছে রুবেল মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগী ছিলেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় ৬৫টি মোবাইল উদ্ধার, এক অভিযুক্ত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ৫ বছর পর চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট