কক্সবাজারের মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষে সোহেল (২৮) নামের এক যুবক খুন হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের কালামিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কুতুবজোমের কালামিয়া বাজারে পূর্ব শত্রুতার জের ধরে এরশাদ গ্রুপ এবং স্থানীয় মকসুদ বাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের এলোপাতাড়ি আঘাতে খুন হয় সোহেল। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।












