মহেশখালীতে ডাকাত জাহেদুল ইসলাম প্রকাশ কালা সোনাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। আটক জাহেদুল হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামের মৃত জাফর আলমের পুত্র।
মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান, জাহেদুল ইসলাম প্রকাশ কালা সোনাকে আটকের পর তার কাছে থাকা দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রের কথা স্বীকার করেন তিনি। এ সময় মহেশখালী থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাত ২টায় পানিরছড়া এলাকায় তার দেখানো এক বসত বাড়ি থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে চট্টগ্রামের লোহাগাড়া থানায় একটি ডাকাতির মামলা এবং সমপ্রতি মহেশখালীর শাপলাপুরের এক ডাকাতির ঘটনায় তার জড়িত থাকার তথ্য রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুইটি নারী নির্যাতন মামলার গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। এ সময় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।












