মহেশখালীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক বরখাস্ত

তাসনিম জারাকে নিয়ে আপত্তিকর মন্তব্য

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করেছে সংশ্লিষ্ট অধিদপ্তর। রেজাউল করিম মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের দরগাহ ঘোনা এলাকার মোহাম্মদ ইসলামের পুত্র।

জানা যায়, গত ৭ জুলাই তার নিজের ফেসবুক আইডি থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী তাসনিম জারাকে নিয়ে আপত্তিকর মন্তব্যসহ একটি ফটোকার্ড শেয়ার করে। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। যার কারণে সরকারি কর্মচারী হয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে রেজাউলকে বরখাস্ত করা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলী আজগর স্বাক্ষরিত গতকালের অফিস আদেশ সূত্রে জানা যায়, মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক মো. রেজাউল করিম সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর পরিপন্থী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ মোতাবেক অসদাচণের আওতাভূক্ত ও শাস্তিযোগ্য অপরাধ করায় এবং কর্তৃপক্ষের আদেশ অমান্য করে নিজ কর্মস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে প্রশাসনিক স্বার্থে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর উপবিধি ১২() অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্তের অফিস আদেশ হাতে পেয়েছেন বলে স্বীকার করেন মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পাজেরোতে তল্লাশি, ১৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে অ্যাস্ট্রে অলিম্পিয়াড ১১ জুলাই