মহেশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

মহেশখালীতে সংঘবদ্ধ ছিনতাইকারী দল ২ ব্যক্তিকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের পূঁইছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পূঁইছড়া গ্রামের নূর মোহাম্মদের পুত্র ছাবের আহমদ (২৫) ও বানিয়াকাটা গ্রামের নাজির আলীর পুত্র জানে আলম (৩৫)। আহত ছাবের আহমদের পিতা বলেন, রোববার রাত সাড়ে ১০টায় আমার ছেলে পান বরজ পাহারা দিতে গিয়ে বাড়ি ফেরার পথে ৪/৫ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী তাকে আক্রমণ করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় সে ধস্তাধস্তি করলে তার মুখে ও মাথায় ৪/৫ বার ছুরিকাঘাত করে। পথচারীরা আমার ছেলেকে উদ্ধার করে হোয়ানক টাইম বাজারে চিকিৎসার জন্য নিয়ে যায়। এর কিছু সময় পর একই ছিনতাইকারী দল বানিয়া কাটার পশ্চিমে চিংড়ি প্রজেক্টের বাসায় হামলা চালিয়ে পাহারাদার জানে আলমকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ও টাকা নিয়ে যায়। হোয়ানক ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এগুলো নতুনভাবে সংগঠিত ছিনতাইকারী চক্র। খবর পেয়েছি এর একদিন আগেও একই ছিনতাইকারী দল কর্সা পাড়ার দুটি বাড়িতে ঢুকে নগদ টাকা স্বর্ণালঙ্কার ও মোবাইল ছিনিয়ে নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধর‌্যাবের অভিযানে তিন আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনন্দীরহাট লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে রজতজয়ন্তী উৎসব সম্পন্ন