মহেশখালীতে ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

| বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৭:৫৪ পূর্বাহ্ণ

মহেশখালী থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক রনি খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব এবং ছাত্রলীগ নেতা সামাদ উল্লাহ। খবর বাসসের।

কটিয়াদী থানার ওসি মাহবুবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো আনুষ্ঠানিক বার্তা পৌঁছায়নি।

পূর্ববর্তী নিবন্ধ৪শ বছরের পুরনো মেলা লাখো পুণ্যার্থীর সমাগম
পরবর্তী নিবন্ধবান্দরবানে দুটি ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা