মহেশখালীর কালারমারছড়ায় এক যুবককে চিংড়িঘের থেকে অপহরণ করে দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে।
নিহত ব্যক্তির জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ তানভীর সিদ্দিকীর চাচা।
বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক। তিনি জানান, কালারমারছড়ায় একজনকে সন্ত্রাসীরা খুন করেছে বলে অভিযোগ পেয়েছেন। নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। আসামিদের আটকের চেষ্টা চলমান রয়েছে।
নিহতের পরিবার জানায়, তোফায়েল আহমেদ কালারমারছড়ার পশ্চিমে আটজনা ও পনেরজনা চিংড়িঘেরে ছিলেন। রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা মাছ লুটের পাশাপাশি তোফায়েলকে অপহরণ করে নিয়ে যায়। সকালে কালারমারছড়া কালুরব্রিজ সংলগ্ন বাঁশের ঝোপে তোফায়েলের লাশ পাওয়া যায়। এই ঘটনায় সন্ত্রাসীদের অতিদ্রুত গ্রেফতার পরবর্তী শাস্তি নিশ্চিতের দাবি জানান নিহতের পরিবার।