মহেশখালীতে চারটি অস্ত্র ও গুলি উদ্ধার, এক আসামি গ্রেফতার

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১২:৫২ অপরাহ্ণ

মহেশখালীতে অভিযান চালিয়ে চারটি অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. সাজেদ (২৬) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ।

পুলিশ জানায়, ১ ডিসেম্বর রাত আড়াইটার দিকে মহেশখালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান চালায়। অভিযানে থ্রি-জি রাইফেল, দু’নলা বন্দুক, এক নলা বন্দুক, একটি এলজি এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামি মো. সাজেদ (২৬) বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকার শুক্কুর আলীর ছেলে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। মহেশখালীতে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে চোরাচালান লেনদেন নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধট্রেনে কাটা পড়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহীর হাত বিচ্ছিন্ন