মহেশখালীতে এবার এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর আগে রবিবার (৫ জানুয়ারি) রাতে বদরখালী ব্রিজ এলাকায় মহেশখালীর এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়।
তার রেশ কাটতে না কাটতেই মাত্র ৩ দিনের মাথায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সোনারপাড়া নামক এলাকার বুধবার (৮ জানুয়ারি) ভোরে ঘটে এ ঘটনা বলে জানা যায়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ধর্ষণকারী দুর্বৃত্ত দলটি এলাকায় এতোই দুর্ধর্ষ যে, গৃহবধূকে ধর্ষণ এবং তার ঘরের নগদ টাকা লুটের পর বুধবার ধর্ষিতা ওই নারী ও তার পরিবারকে ভয়ভীতির মাধ্যমে ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্যও ঘর থেকে বের হতে দেয়নি। সারাদিন ওই নারীর পরিবারকে জিম্মি করে রাখে।
পরে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় ওই নারীসহ তার স্বামীকে হাসপাতালে পাঠানোর উদ্দেশ্যে গাড়িতে তুলে দেন।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, ‘ঘটনাটি জানার পরপরই তিনিসহ মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ভিক্টিমের চিকিৎসা মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান, সেখানেও পুলিশ রয়েছে। এছাড়া ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। অপরাধীদের গ্রেফতারে মাঠে রয়েছে পুলিশের একাধিক টিম।’
অভিযোগ ওঠে কালারমারছড়ার ওই এলাকার ৪/৫ জনের চিহ্নিত সন্ত্রাসীর একটি দল ঘরে ঢুকে ২২ বছর বয়সের ওই গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করে। এসময় সন্ত্রাসীরা ঘরের আলমারি ভেঙে নগদ ৩ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগী গৃহবধূ ও তার পরিবারের লোকজন।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সন্ধ্যায় একজন গৃহবধূ ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। তাকে আমরা চিকিৎসা দিচ্ছি।’
ধর্ষণের শিকার ভুক্তভোগী গৃহবধূ জানান, তার স্বামী চট্টগ্রাম ছিলেন, এই সুযোগে বুধবার রাতে হঠাৎ করে ৪-৫ জন লোক ঘরে ঢুকে ঘুমের মধ্যে একজন মুখ চেপে ধরে আরেকজন কাপড় খুলে। তাদেরকে বাঁধা দিলে ছুরি নিয়ে গলা কাটার হুমকি দিয়ে ধর্ষণ করে।
তিনি বলেন, দুর্বৃত্তরা তার কোমর থেকে চাবি নিয়ে আলমারি খুলে কয়লাবিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণের পাওয়া প্রায় ৩ লাখ ৪৫ হাজার টাকা লুট করে করে নিয়ে যায়। যাওয়ার সময় ওই ধর্ষকদল ঘটনা কাউকে জানালে গৃহবধূ ও তার স্বামীকে মেরে ফেলার হুমকিও দেয় বলে জানান ভুক্তভোগী।
এই ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী জানান, আমি চিকিৎসার কাজে চট্টগ্রামে থাকায় আমার স্ত্রীকে একদল ডাকাত পাশবিক নির্যাতন চালিয়ে ধর্ষণ করে ঘরে থাকা প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। আমি এখন পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এ ঘটনায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এই ঘটনায় প্রতিবাদে জানিয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২ টায় কালারমারছড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মহেশখালীর ছাত্রজনতা ও স্কুল শিক্ষার্থীরা। এসময় তারা এই পাশবিক ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায়।