মহেশখালীতে এক এনজিওকর্মীকে গুলি করে ও কুপিয়ে অন্তত আড়াই লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ। খবর বিডিনিউজের।
আহত মোহাম্মদ কাউছার (৪৫) বেসরকারি উন্নয়ন সংস্থা রিকের ক্ষুদ্র ঋণের শাখা ব্যবস্থাপক। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর এলাকার আবদুল আজিজ শেখের ছেলে।
কাউছারের সহকর্মী ও রিকের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের দায়িত্বরত ব্যবস্থাপক মোহাম্মদ আরশাদ আলী বলেন, বিকালে জেএমঘাট এলাকার তিনটি সমিতি থেকে ক্ষুদ্র ঋণের কিস্তির অন্তত আড়াই লাখ টাকা আদায় করেন মোহাম্মদ কাউছার। পরে ওই টাকা নিয়ে তিনি মোটরসাইকেলে অফিসে ফিরছিলেন। এ সময় জেএমঘাট থেকে শাপলাপুর বাজারে যাওয়ার পথে একটি পাহাড়ি ঢালু রাস্তায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার হাতে ও পিঠে আঘাত করে আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়।