মহেশখালীর প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক্সিলারেট এনার্জি ও হোপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘এক্সিলারেট হোপ হসপিটাল’ নামে ৩০ শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। গতকাল মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের বুজুরুক পাড়ায় স্থাপিত হাসপাতালটি উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্রাট্রেজিক অ্যাডভাইজার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার চৌধুরী, এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট রামন ওয়াংদি, কান্ট্রি ম্যানেজার হাবিব ভুঁইয়া, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্যাহ্, হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান। হোফ ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা ইমতিয়াজ হাসান জানান, মহেশখালীর কুতুবজোমে ফাউন্ডেশনের নিজস্ব প্রায় ১০৭ কড়া জায়গার উপর নির্মিত হয়েছে ৩০ শয্যা বিশিষ্ট এক্সিলারেট হোপ হসপিটাল। আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে গেল বহির্বিভাগে রোগী দেখা। এই হাসপাতালে জরুরি বিভাগ, বহির্বিভাগ, নরমাল ডেলিভারি, সিজারিয়ান ডেলিভারি, গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা, নবজাতক এবং শিশু চিকিৎসা সেবা, প্যাথলজি ও ল্যাবটেস্টসহ বিভিন্ন উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে।