মহেশখালীতে উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৬:২২ অপরাহ্ণ

মহেশখালীর উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ে ‘২০২৫ সালের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার গুণগতমান বৃদ্ধিকল্পে আমাদের করণীয় শীর্ষক অভিভাবক সমাবেশ’ সম্পন্ন হয়েছেন।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০ টায় বিদ্যালয়ের হল রুমে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহম্মদ হেলাল উদ্দিন ফারুকীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম; সহকারী অধ্যাপক হাজী মুহাম্মদ মহসিন কলেজ-চট্টগ্রাম, সোহরাব হোসাইন শাওন; সহকারী রেজিস্ট্রার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফজলুল করিম, একাডেমিক সুপারভাইজার- মহেশখালী, মুজিবুর রহমান; অধ্যক্ষ- বদরখালী ডিগ্রী কলেজ।

এতে সভাপতির বক্তব্যে মুহম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল তার জীবন বদলে দিতে পারে। কিন্তু একজন শিক্ষার্থী ভালো ফলাফল করার পেছনে শিক্ষকের চেয়ে অভিভাবকের ভূমিকা বেশি।

সম্মানিত অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বলেন, আগেকার দিনের চেয়ে এখনকার শিক্ষা ব্যবস্থা, পাঠ উপকরণ, যাতায়াত ব্যবস্থা সবকিছু অনেক উন্নত অনেক সহজলভ্য। কিন্তু শিক্ষার্থীরা সবকিছু হাতের মুঠোয় পেলেও নিজেকে সেভাবে প্রমাণ করতে পারছে না। এই প্রমাণ করতে না পারার অন্তরায় চিহ্নিত করতে হবে। সে-সব থেকে নিজেকে বিরত রাখতে হবে।

সোহরাব হোসাইন শাওন বলেন, অভিভাবক শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে। অভিভাবকের যত্ন, উৎসাহে একজন শিক্ষার্থী সকল বাঁধা ডিঙিয়ে নিজেকে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। ভালো ফলাফল আর খারাপ ফলাফলের সব দায় বিদ্যালয় কিংবা শিক্ষকের নয়; কিছু দায় অভিভাবকেরও। এই জন্য অভিভাবকদের সচেতন হতে হবে।

পরে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয় থেকে এপ্লাস পাওয়া শিক্ষার্থী সোমাইয়া আক্তার শিফু, সুপ্তা বড়ুয়া ও বিশ্বাস বড়ুয়ার হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে স্ত্রীর সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধলামায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ