মহেশখালীতে ইউনিয়ন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ার ছড়া এলাকার মো. ইসহাকের পুত্র নুর মোহাম্মদ (৫২) ও কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকার মনির আহমদের পুত্র কলিম উল্লাহ (৩২)। তাদের মধ্যে নুর মোহাম্মদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও কলিম উল্লাহ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক।
মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের উভয়ের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।












