কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগ থেকে ৩ জনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন জাহিদ বিন আলী, আব্দুস সামাদ ও রিয়ানুল ইসলাম মঈন।
গতকাল মঙ্গলবার কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে বলা হয়, বিদ্রোহী প্রার্থীদের স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবরে সুপারিশ পাঠানো হয়েছে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।