মহেশখালীতে আম পাড়তে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৫:০৮ পূর্বাহ্ণ

মহেশখালীতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম আবু রায়হান (২০)। তিনি উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পশ্চিম সিপাহির পাড়া গ্রামের মকবুল আহমদের পুত্র এবং পশ্চিম সিপাহির পাড়া আজিজিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী ও নিহতের পরিবার জানান, গতকাল শনিবার সকাল ৯ টায় আবু রায়হানকে জনৈক শিক্ষক মাদ্রাসার আঙ্গিনায় থাকা গাছ থেকে আম পাড়ার জন্য একটি চটের বস্তাসহ গাছে তুলে দেয়। সে আম পাড়া কালীন অসাবধানতাবশত গাছ থেকে ঢাল ভেঙ্গে বস্তা সহ নীচে পড়ে যায়। এতে তার নাক কান দিয়ে রক্তক্ষরণসহ মারাত্মকভাবে আহত হয়। তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। উল্লেখ্য, ইতিপূর্বে রবিউল আলম নামে মকবুল আহমদের আরও এক ছেলে ট্রলার দুর্ঘটনায় মারা যায়। তার দুই ছেলের দুর্ঘটনা জনিত করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধগুণগত প্রাণী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে টিমওয়ার্কের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধডাপার শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ