মহেশখালীতে আগুনে পুড়ল ৪ বসতঘর

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:৪৮ পূর্বাহ্ণ

মহেশখালীর শাপলাপুরে আগুনে পুড়ে গেছে ৪টি বসতঘর। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাপলাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রামের শম্ভু দে’র বাড়ির রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছবার আগেই ৪টি বসতবাড়ি পুড়ে যায়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন শম্ভু দে, বাসি রাম দে, প্রবোধ দে ও কালু দে। শাপলাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নগদ ৮ হাজার টাকা ও বাড়ির প্রত্যেক সদস্যকে ১টি করে কম্বল দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাবুল হক ভাণ্ডারী
পরবর্তী নিবন্ধ‘দ্রব্যমূল্যের দাম ভোক্তাদের দিশেহারা করে তুলছে’