মহেশখালী জেটিঘাটে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ২টি একনলা বন্দুকসহ ৩ নারী–পুরুষকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর পাহাড়তলী এলাকার মো. সৈয়দ হোসেনের পুত্র সাইফুল ইসলাম, আলীর জাহাল এস,এম পাড়ার মৃত আব্দুল হাকিমের স্ত্রী গোল বাহার খাতুন (৬০) ও একই এলাকার সুলতান আহমদের স্ত্রী দিল বাহার বেগম (৬০)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃতরা মহেশখালী দ্বীপের পাহাড়ি এলাকার কারখানায় তৈরি করা অস্ত্র বাইরে পাচার করছিল। পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র মামলা রুজুর প্রক্রিয়া চলছে।