মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ নৌবাহিনীর হাতে আটক যুবক

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ১০ আগস্ট, ২০২৪ at ৯:৩৫ অপরাহ্ণ

মহেশখালীতে এক যুবককে অস্ত্র ও গুলিসহ আটক করেছে নৌবাহিনী।

শনিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ছোট মহেশখালীতে লেঃ কমান্ডার সৈয়দ আহমেদ সাকিবের নেতৃত্বে নৌবাহিনীর একটি সেকশন ঠাকুর তলা বাজার এলাকায় টহল পরিচালনা করে।

এ সময় ওই এলাকার কিছু অদূরে স্থানীয়দের উপর একদল সন্ত্রাসী হামলা করেছে বলে তথ্য পায় টহলরত নৌবাহিনী সদস্যরা।

পরে তাৎক্ষণিক টহলরত নৌবাহিনী দলটি ঘটনাস্থলে পৌঁছে একজন সশস্ত্র সন্ত্রাসীকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

এ সময় অন্যান্য সন্ত্রাসীরা নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা যায়। পরবর্তীতে আটক ওই সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জান-মাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে দ্বীপ এলাকা গুলোতে কাজ করছে নৌবাহিনী। তারই পরিপ্রেক্ষিতে মহেশখালীতেও অবস্থান করছে তারা।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে ভুয়া সমন্বয়ককে সেনাবাহিনীর হাতে তুলে দিলেন শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধনতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ