মহেশখালীতে অস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার ১

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ জুন, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

মহেশখালীতে মো. রিদোয়ান (২৭) প্রকাশ কালা রিদোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে উপজেলার শাপলাপুর পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২টি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই জানান, রিদোয়ান অস্ত্রমামলাসহ ৩টি মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে মাতারবাড়ি সড়কে চুরি ডাকাতি করে আসছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকরোনা প্রতিরোধে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে : সিভিল সার্জন
পরবর্তী নিবন্ধরাউজানে অটোরিকশা চোরচক্রের ২ সদস্য গ্রেপ্তার