মহেশখালীতে অগ্নিকাণ্ডে পুড়ল ২ বসতঘর

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ২:০০ অপরাহ্ণ

মহেশখালীতে অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মোক্তার আহমেদের ছেলে আলা উদ্দিন ও হেলাল উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের এই দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্লাহ।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আলাউদ্দিন জানান, গতকাল সকাল ১১টায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আশেপাশে পানির উৎস না থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি। ২ ভাইয়ের দুটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার ও খাদ্য সহায়তা পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্ল্যাহ ও সাবেক উপজেলা চেয়ারম্যান্ব মো. জয়নাল আবেদীন।এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউছার আহমেদ,শাপলাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ইউপি সদস্য শফিউল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ফিজিওথেরাপি দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে যুবদল নেতাকে মারধরের ঘটনায় মামলা