মহেশখালীতে অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মোক্তার আহমেদের ছেলে আলা উদ্দিন ও হেলাল উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের এই দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্লাহ।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আলাউদ্দিন জানান, গতকাল সকাল ১১টায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আশেপাশে পানির উৎস না থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি। ২ ভাইয়ের দুটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার ও খাদ্য সহায়তা পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্ল্যাহ ও সাবেক উপজেলা চেয়ারম্যান্ব মো. জয়নাল আবেদীন।এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউছার আহমেদ,শাপলাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ইউপি সদস্য শফিউল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।