মহেশখালী এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মুদীর দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল শান্তি বাজারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানান, গত ২৩ মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল শান্তি বাজারে হামিদ উল্লাহ সদাগরের দোকানে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। গভীর রাতের এই আগুন মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী বেলাল সওদাগরের দোকানে ছড়িয়ে পড়ে। মাতারবাড়িতে ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি দোকান পুড়ে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। এলাকাবাসী অভিযোগ করেন, মহেশখালীর ফায়ার সার্ভিস স্টেশনটি মাতারবাড়ি থেকে সুদূর ৩০ কি.মি. দক্ষিনে উপজেলা সদরে। ফলে মাতার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটলে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস পৌঁছতে দেরি হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়ে যায়। তারা মহেশখালীর উত্তর প্রান্তে আরেকটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান।