মহেশখালীতে অগ্নিকাণ্ডে ২ বসতঘর ভস্মীভূত

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৪৬ পূর্বাহ্ণ

মহেশখালীতে রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে পুড়েছে দুই বসতঘর। গত রোববার রাত ১০টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের পশ্চিম পূঁইছড়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. ওসমান জানান, রোববার রাত ১০টার দিকে তার পাশের সৈয়দ কবিরের বাড়ির রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তেই দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় বিদ্যুৎ চালু থাকায় লোকজন আগুন নেভাতে এগিয়ে আসতে পারেনি। ফলে দুটি বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। বাড়িতে থাকা তার নগদ আড়াই লাখ টাকা ও স্বর্ণালংকারসহ দুটি বাড়িতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন তারা নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে জীবন যাপন করছেন।

পূর্ববর্তী নিবন্ধসম্পদে হাত দিলে পাল্টা ব্যবস্থা
পরবর্তী নিবন্ধচসিকের স্কুল শিক্ষার্থীদের স্বাস্থ্য কার্ড কার্যক্রম