মহীবুল আজিজ ও এলিজাবেথ আরিফা পাচ্ছেন ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার

| বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:২৪ পূর্বাহ্ণ

ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন ড. মহীবুল আজিজ ও এলিজাবেথ আরিফা মুবাশশিরা। প্রবন্ধগবেষণা ও কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য তাঁদের এ পুরস্কার প্রদান করা হবে। আগামী ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে থাকছে সম্মাননা স্মারক, সনদ ও নগদ টাকা। এতে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য ফয়েজ নুরনাহার ফাউন্ডেশন পুরস্কার প্রণয়ন কমিটির পক্ষে লেখকসংগঠক সুলতানা নুরজাহান রোজী অনুরোধ জানিয়েছেন।

চবি বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ সমকালের বহুমাত্রিক প্রতিভাসম্পন্ন ব্যক্তিত্ব। একজন নিভৃতচারী কবি হিসেবে, পরিশ্রমী গবেষক হিসেবে, দক্ষ প্রাবন্ধিক হিসেবে ও গুণী কথাসহিত্যিক হিসেবে তিনি অনন্য। মহিলা কলেজ চট্টগ্রামের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরাও প্রচারবিমুখ লেখক। তাঁর গল্প উপন্যাস ও শিশুসাহিত্য আমাদের সাহিত্যের বড় সম্পদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাজনৈতিক ঐতিহ্য হারিয়ে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে
পরবর্তী নিবন্ধইউএসটিসিতে ক্যারিয়ার ফেয়ার