মহিষ কাটা পড়ে দেড় ঘণ্টা আটকা কক্সবাজার এক্সপ্রেস

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৩১ মে, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেন কক্সবাজার এক্সপ্রেসে মহিষ কাটা পড়েছে। ফলে প্রায় দেড় ঘণ্টা ধরে আটকা ছিল ট্রেনটি। গতকাল বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে কক্সবাজারের রামু রশিদ নগর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু রেলস্টেশনের স্টেশন মাস্টার মাহাবুবুর রহমান।

তিনি বলেন, ইসলামাবাদরামুর মাঝামাঝি এলাকায় কক্সবাজার এক্সপ্রেসে মহিষ কাটা পড়ার কারণে আটকে পড়ে। পরে মহিষটি সরিয়ে দ্রুত ট্রেনটি আবারো রওয়ানা হয় কক্সবাজারের উদ্দেশ্যে। প্রায় ৯ টার দিকে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে পৌঁছে ট্রেনটি। ওই ট্রেনে থাকা যাত্রী ঢাকা মিরপুরের বাসিন্দা নিজাম ফারুকী ও লেলিন খান বলেন, আমরা ঘুমের ঘোরে ছিলাম। হঠাৎ দেখি ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায়। এতে সবাই আতংকিত হয়ে পড়ে। পরে ট্রেনবালারা জানান সমস্যার কথা। এতে সবার মাঝে স্বস্তি ফেরে। প্রায় ২ ঘণ্টা পর আমরা কক্সবাজার স্টেশনে পৌঁছায়।

পূর্ববর্তী নিবন্ধতামাক ব্যবহারজনিত রোগে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ প্রাণ হারান
পরবর্তী নিবন্ধবাস মালিকদের প্রেসক্রিপশনে কক্সবাজার রুটের স্পেশাল ট্রেন বন্ধ করা হয়েছে