বাংলাদেশ মহিলা সংস্থার উদ্যোগে পটিয়ায় নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুসুমপুরা ইউনিয়নে এই সেলাই মেশিন বিতরণ করেন বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব। এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ফারুক, দপ্তর সম্পাদক সনঞ্জিতা বড়ুয়া, দক্ষিণ জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খাঁন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু সাদাত মো. সায়েম, ছাত্রনেতা মোহাম্মদ শামীম, কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোমেনা আকতার নয়ন, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা নীলুফা জাহান বেবী, দিলোয়ারা কায়েস সুমি, নুরী মন, কৃষ্ণ রাণী দাশ, হেলেনা রশিদ প্রমুখ। অনুষ্ঠানে ২৫ জন নারীকে সেলাই মেশিন ও ৬ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে চেমন আরা তৈয়ব বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা নারীদের ক্ষমতায়ন ও সাবলম্বী করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় পটিয়া, আনোয়ারা, চন্দনাইশসহ দেশের বিভিন্ন জেলায় সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদানের পাশাপাশি মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।