বাংলাদেশ মহিলা শ্রমিক লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের উদ্যোগে গত ২৯ মার্চ বিকালে চমেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা আলম, সহ সভাপতি শেলিনা খান, নাসিমা আকবর, মুক্তা জামান, কানিজ ফাতেমা লিমা, সুবর্ণা খান, রুনা আকতার, সুমী আকতার, আয়শা আকতার, তাহিয়াতুল মাওয়া, বুলবুল আকতার, শীলা আকতার, তাসলিমা আকতার প্রমুখ। সভায় রুবা আহসান চৌধুরী বলেন, চট্টগ্রামেও মহিলা শ্রমিক লীগ নারীর উন্নয়ন ও আত্মনির্ভরশীলতায় আরো জোরালো ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।











