মহিলা মেম্বারের ওপর পুরুষ মেম্বারের হামলার অভিযোগ

ইউপির প্রকল্প নিয়ে বিরোধ

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৮:৩৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় চাতরী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মিনু আক্তারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান আজাদের বিরুদ্ধে এ অভিযোগ। গত বুধবার দুপুরে চাতরি ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ইউপি সদস্যা আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য আবদুল মান্নান আজাদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইউপি সদস্যা মিনু আকতার অভিযোগ করে বলেন, গত বুধবার দুপুরে চাতরী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ইউপি সদস্যদের মাঝে ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের বরাদ্ধ নিয়ে বৈঠক চলছিল। তখন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আকতারের নির্দেশনা অনুযায়ী আমার ওয়ার্ডে প্রকল্পের নাম প্রস্তাব করলে ইউপি সদস্য আবদুল মান্নান আজাদ বার বার আমাকে প্রকল্প বরাদ্ধ দিতে বাধা সৃষ্টি করে। আমি এ ঘটনার প্রতিবাদ করলে সে ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালায়। সে আমাকে লাথি, কিল ঘুষি মেরে আহত করে। হামলা করে সে আমার নাক রক্তাক্ত কওে, পরে আমি হাসপাতালে চিকিৎসা নিই। আমি ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবহিত করি এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ঘটনাটি দুঃখজনক। উন্নয়ন বরাদ্ধের প্রকল্পের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল মান্নান আজাদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ঘটনার ব্যাপারে উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য আবদুল মান্নান আজাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী জানান, মারামারির ঘটনায় ইউপি সদস্য মিনু আক্তার ইউপি সদস্য আবদুল মান্নান আজাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করছি।

পূর্ববর্তী নিবন্ধলাইটার জাহাজকে ভাসমান গুদাম বানানো যাবে না
পরবর্তী নিবন্ধমানুষ বিএনপির ত্যাগের প্রতিদান দিচ্ছে : খসরু