‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে গতকাল চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ কর্তৃক আয়োজিত হয় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রায় ১৩০০ শিক্ষার্থী উপস্থিত ছিল। অধ্যক্ষ মো. মোবারক হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মৃদুল কান্তি দেবনাথ। অনুষ্ঠানে ২০২১–২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। নবীন এবং বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক সমাপনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোবারক হোসেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।