মহিলা কলেজ চট্টগ্রামের নতুন ভবন উদ্বোধন

স্মার্ট বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে : শিক্ষা উপমন্ত্রী

| শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১২:১২ অপরাহ্ণ

মহিলা কলেজ, চট্টগ্রামে শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত নতুন ভবন গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। সভাপতিত্ব করেন মহিলা কলেজ, চট্টগ্রামের পরিচালনা পর্ষদ সভাপতি চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদ সদস্য ড. এ এফ এম আওরঙ্গজেব, অ্যাডভোকেট মুজিবুল হক, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, রাজনীতিবিদ রাশেদ মনোয়ার, কাউন্সিলর সেলিম উল্লাহ বাচ্চু, প্রাক্তন অধ্যক্ষ তহুরীন সবুর, শিক্ষক ও কর্মচারীরা। প্রধান অতিথি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার উপর জোর দিতে হবে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সোহানা শরমিন তালুকদার। সঞ্চালনায় ছিলেন মহিলা কলেজ, চট্টগ্রামের বাংলা বিভাগের অধ্যাপক তাসকিয়াতুননুর তানিয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি নতুন ভবন ও সভাপতি প্রদত্ত গাড়ি উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অবহেলা নয় জনশক্তিতে পরিণত করতে হবে
পরবর্তী নিবন্ধমির্জাখীল দরবারের অনুসারীদের ঈদের নামাজ আদায়