হোটেল আগ্রাবাদের ইছামতি হলে সিএমএসএমই নারী উদ্যোক্তাদের রকমারী পণ্যের বিক্রয় ও প্রদর্শনীর অভ্যন্তরে ‘মহিলা উদ্যোক্তাদের উপর কোভিড-১৯ এর প্রভাব ঃ সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস-প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মোহাম্মদ আহমদ আলী।
আলোচক ছিলেন সিটি ব্যাংক লিমিটেডের ক্লাস্টার ম্যানেজার সাফকাত ও আইপিডিসি ফাইন্যন্স লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার (এফএজিএম) অনির্বাণ সরকার, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি, রোজিনা আক্তার লিপি, শাহেলা আবেদীন, প্রাক্তন পরিচালক কাজী তুহিনা আক্তার, লুৎফা সানজিদা ও সদস্য বেবী হাসান। অনুষ্ঠানের হোস্ট ছিলেন সিএমএসএমই প্রোডাক্টস্ ফেয়ার এর চেয়ারপার্সন ও সিডব্লিওসিসিআই’র পরিচালক রেবেকা নাসরিন। প্রধান অতিথি বলেন, মহিলা উদ্যোক্তাদের সহায়তা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। ১৯৭২ সালে প্রণীত সংবিধানের ১৯ নং অনুচ্ছেদের বরাত দিয়ে তিনি বলেন, জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহণ সর্বক্ষেত্রে নিশ্চিত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।