মহিলা আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে লোহাগাড়ার সাজেদা সুরাত

| মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ৬:৪৪ পূর্বাহ্ণ

গত রবিবার প্রকাশিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে শিক্ষা সম্পাদক নির্বাচিত হয়েছেন সাজেদা সুরাত। সাজেদা সুরাত ছাত্রজীবন হতে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি বর্তমানে ঢাকা ওমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, সাজেদা সুরাত লোহাগাড়া উপজেলার চুনতী শাহ সাহেব কেবলার দৌহিত্রী এবং বীর মুক্তিযোদ্ধা শাহজাদা জামাল আহমদের তনয়া। সাজেদা সুরাত সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বলেন, মহিলা আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল। দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলকে সাথে নিয়ে নৌকা প্রতীকের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনের শস্য রপ্তানি চুক্তি থেকে সরলো রাশিয়া
পরবর্তী নিবন্ধনৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না