মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ বিকেল ৩ টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। খবর বাসসের।

পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি।

অনুষ্ঠান সঞ্চলনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা। ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি আশুতোষ, সম্পাদক বেদারুল
পরবর্তী নিবন্ধস্বর্ণের দাম কমল ভরিতে এক হাজার ১৬৬ টাকা