“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ৩০ শে অক্টোবর বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রাম প্রঙ্গণে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের আয়োজনে তিনদিন ব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব আয়োজন করা হয়।
তিনদিন ব্যাপী মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান। পিযুষ দাশ গুপ্তের সঞ্চালনায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ–পরিচালক আতিয়া চৌধূরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তরুণ উদ্যাক্তা (আইএসডি) সালমান হায়দার, প্রশিক্ষণার্থী ফেরদৌসী বেগম, উদ্যাক্তা আফরোজা আমিন, প্রত্যাশী সমন্বয়কারী মো. সেলিম, ব্র্যাক মহিন উদ্দিন, বনফুল র্নিবাহী পরিচালক রেজিয়া বেগম, টিআইবি জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পাঠান মো. সাইদুজ্জামান বলেন, নারী সমাজকে এগিয়ে আনার জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। অনেক নারী ভালে পিঠা বানাতে পারে কিন্তু তা প্রকাশ করার মত কোনো জায়গা হয়নি, তাই নারীদের জন্য এ ধরনের আয়োজন বেশী গুরুত্বপূর্ণ।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আতিয়া চৌধূরী বলেন, আজকে এই আয়োজন নারী উদ্যোক্তাদের এগিয়ে নেয়া ও উৎসাহ প্রদানের জন্য, এখানে অনেক উদ্যোক্ত আছেন যারা প্রথমবার উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ করেছে। এখানে উদ্যোক্তাদের প্রোডাক্ট গুলো গুনগত মান কেমন তা যাচাই করার সুযোগ সৃষ্টি ও ক্রেতাদের সাথে একটি সুসর্ম্পক তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে প্রোডাক্ট গুলো কেনা বেচায় সহায়ক ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।












