চট্টগ্রাম সংসদীয়-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর পক্ষে সোমবার (১৭ জুলাই) গণসংযোগ করে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। গণসংযোগটি নগরীর ২নং গেইট শপিং কমপ্লেক্সে থেকে শুরু করে ৮নং শুলকবহর ওয়ার্ডের রেল গেইটে এসে নগরীর অনেক গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের মধ্যে দিয়ে শেষ হয়।
নগরীর পিলখানার মোড়ের পথসভায় নগর স্বেচ্ছাসেবক লীগর সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অতিথি ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোর্শেদুল আলম, নগর স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি এড. তসলিম উদ্দীন, আজাদ খান অভি, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্যসহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।