বীর মুক্তিযোদ্ধা, সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু’র মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব বলেন, মহিউদ্দিন শাহ আলম নিপু ছিলেন একজন আদর্শ সংগঠক ও সৃজনশীল ব্যক্তিত্ব। তিনি একাধারে লেখক, গবেষক ও প্রকাশক। তাঁর মৃত্যুতে সমাজের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একইসঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানান। প্রেস বিজ্ঞপ্তি।