চট্টগ্রাম–১০ আসনের (ডবলমুরিং, হালিশহর, খুলশী) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুসহ ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত লাভলেইন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তারা। দুপুর ২টায় নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের সিনিয়র নেতাদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু মনোনয়নপত্র জমা দেন। এর আগে জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম ও তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত তাদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আরমান আলী ও মনজুরুল ইসলাম ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান আজাদীকে বলেন, মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বিকাল পর্যন্ত মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ৬ জুলাই যাচাই–বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এদিকে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টামণ্ডলীর সদস্য শফর আলী ও শেখ মোহাম্মদ ইসহাক।
এ সময় মহিউদ্দিন বাচ্চু সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম–১০ আসনে আমার পূর্বসূরী তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সদ্য প্রয়াত ডা. আফছারুল আমীনের প্রতি শ্রদ্ধা জানাই। আমি নির্বাচিত হলে এলাকাবাসীর জন্য তার ইচ্ছা, অঙ্গীকার ও অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে সচেষ্ট থাকব। আমি সর্বপ্রথম আমাদের দলের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার মতো তৃণমূলের একজন রাজনৈতিক কর্মীকে চট্টগ্রাম–১০ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন দিয়ে মূল্যায়ন করেছেন। আমি নির্বাচিত হলে যেন তার প্রতিদান দিতে পারি–সেটা হবে আমার একমাত্র ব্রত। আমি নির্বাচিত হলে এলাকাবাসীর সুখে–দুঃখে তাদের পাশে থেকে আমার সাধ্যমতো দলীয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার পালন করে যাব। আমার কাছে সবার আগে দল এবং দলের নেতাকর্মীরা প্রাধান্য পাবে। এলাকার উন্নয়নে সবসময় নিজেকে আত্মনিয়োগ করব।
মোট ভোটার : উপনির্বাচনে মোট ১৫৬টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন।
প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নম্বর শুলকবহর, ১১ নং দক্ষিণ কাট্টলী, ১২ নং সরাইপাড়া, ১৩ নং পাহাড়তলী, ১৪ নং লালখান বাজার, ২৪ নং উত্তর আগ্রাবাদ, ২৫ নং রামপুর ও ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম–১০ আসন গঠিত হয়। গত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডা. আফছারুল আমীন এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২ জুন তিনি মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় আগামী ৩০ জুলাই এ আসনের উপনির্বাচন হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই। ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। এই আসনের উপনির্বাচনে সবগুলো কেন্দ্রে (১৫৬টি) ভোট হবে ইভিএমের মাধ্যমে। সব কেন্দ্রে সিটিটিভি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।












