চট্টগ্রাম–১০ আসনের উপ–নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে মতবিনিময় সভা করেছে এসএসসি–১৯৮২ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘বিরাশিয়ান’।
গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর আগ্রাবাদের আনোয়ার ট্রেড সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক আনোয়ার আহমেদের সভাপতিত্বে এবং নাসরিন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসএসসি–১৯৮২ ব্যাচের শিক্ষার্থী মহিউদ্দিন বাচ্চুকে দলীয় প্রার্থী মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ‘বিরাশিয়ান’ সদস্যরা। সভায় চট্টগ্রাম–১০ আসনের উপ–নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন বাচ্চু নিজেও অংশ নেন। দেশের সবচেয়ে প্রাচীন দল, গণমানুষের সংগঠন– আওয়ামী লীগের প্রার্থী মনোনীত করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। এমন আয়োজনের জন্য ‘বিরাশিয়ান’ সদস্যদের ধন্যবাদ জানান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ–সভাপতি মনজুর কাদের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য, বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স এসোসিয়েশন (বাফা) সহ–সভাপতি এবং বাংলাদেশ শিপিং এজেন্টস’ এসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন। আরো বক্তব্য রাখেন মীর্জা মো. জসিম উদ্দিন, অধ্যাপক মো. ইউনুস, হাসনা হেনা, নুরুল আফসার, আবদুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।












